images

সারাদেশ

জামালপুরে ব্যতিক্রমী বিড়াল প্রদর্শনী

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম

জামালপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী বিড়াল প্রদর্শনী। যেখানে অংশ নিয়েছে জেলা শহরের নানা জাতের পোষা বিড়াল।

শনিবার (২ আগস্ট) সকালে শহরের নিউ কলেজ রোড এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান এই প্রদর্শনীর আয়োজন করে।

এসময় কেউ বিড়ালের গলাই বেধেছেন রঙিন কাপড় আবার কেউ বা পরিয়েছেন দামি ফিতা ও জামা। সাজিয়ে গুছিয়ে হাজির হয়েছেন বিড়াল প্রদর্শনীতে। রেজিস্ট্রেশনের পর প্রিয় বিড়ালের যত্ন নিচ্ছেন আপন মনে। মঞ্চে দাঁড়িয়ে সবাইকে দেখাচ্ছেন তার প্রিয় প্রাণীটিকে।

1000189339

এতে দেশি, পার্সিয়ান ও মিক্স ব্রিড জাতের অর্ধশত বিড়াল নিয়ে অংশগ্রহণ করে বিড়াল প্রেমীরা।

আরও পড়ুন

২ টাকার হোটেল: গোশত ভাতের সঙ্গে আজ মিষ্টি-পান সুপারি

জান্নাতুল ইসলাম লিজা নামে এক বিড়াল প্রেমী বলেন, আমার বিড়ালটি বাসায় সবসময় একাই থাকে। ওকে এখানে এনেছি। কারণ এখানে ও সবার সাথে মিশবে। সবাইকে দেখবে। ওর ভালো লাগবে। তাই ওকে এখানে আনা।

রিমা নামে একজন বলেন, বিড়াল হচ্ছে আমার সন্তানের মতো। আমার সন্তানকে যেমন আমি ভালোবাসি। ঠিক বিড়ালকে তেমনই ভালোবাসি। বিড়ালকে ঠিক সেইভাবেই আদর করি।

1000189343

আয়োজক ডা. নাজমুন নাহার বলেন, বিড়ালের প্রতি সবার ভালোবাসা বাড়াতেই এমন আয়োজন করা হয়েছে। এছাড়া শহরের যত বিড়াল প্রেমী আছে সবাইকে এক করতে পেরেছি, এটাই আমাদের সফলতা। বিড়ালের ভালো মন্দ সবাইকে এই আয়োজনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

প্রদর্শনী শেষে বিড়ালদের বিনামূল্যে ভ্যাক্সিন প্রদান করা হয়।

প্রতিনিধি/এসএস