images

সারাদেশ

নেশার টাকার জন্য ভ্যানচালককে হত্যা করে বন্যার পানিতে ভাসানো হয় লাশ!

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৫, ০৫:০৭ পিএম

নেশার টাকার জন্য এক ভ্যানচালককে হত্যা করে তার লাশ বন্যার পানিতে ভাসিয়ে দেওয়া হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ক্লুলেস এ হত্যার রহস্য উদঘাটন ও দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১ আগস্ট) নাটোরের সিংড়া উপজেলার বড়িয়াগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২ আগস্ট) র‌্যাব-৫ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। রাজশাহীর মোল্লাপাড়া এলাকায় র‌্যাব-৫ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

গ্রেফতার আসামিরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার বড়িয়াগ্রাম এলাকার ফারুক প্রামাণিকের ছেলে সাগর প্রামানিক ও মনসের প্রামাণিকের ছেলে সুলতান প্রামানিক (১৯)।

খুন হওয়া ভ্যানচালকের নাম মো. জিহাদ (২৮)। তিনি নাটোরের সিংড়ার ফুলকুড়ি এলাকার শফিকুল ইসলামের ছেলে।

Rab5

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে আটটার দিকে নাটোরের সিংড়ার কলেজপাড়া এলাকায় একটি অজ্ঞাত লাশের সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে র‌্যাব-৫ এর একটি অভিযানিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। সিংড়া থানার পুলিশ উদ্ধার করা লাশের সুরতহাল প্রস্তুত করে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অপরাধীকে গ্রেফতারের জন্য তাৎক্ষণিকভাবে র‌্যাব-৫, রাজশাহীর একটি অভিযানিক দল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।

শুক্রবার (১ আগস্ট) আনুমানিক সন্ধ্যা ৭টায় বড়িয়াগ্রাম এলাকা থেকে ক্লুলেস ঘটনার সঙ্গে জড়িত আসামি সাগর ও সুলতানকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

সমুদ্রসৈকতে মিলল অর্ধগলিত জেলের মরদেহ 

র‌্যাব আরও জানায়, তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, গত চার মাস আগে ভুক্তভোগী জিহাদের সঙ্গে তাদের পরিচয় হয়। পরিচয় সূত্র ধরে তারা মাঝেমধ্যে একসাথে আড্ডা দিত ও গাঁজা সেবন করত। কিছুদিন ধরে আসামি সাগরের কাছে কোনো টাকা পয়সা ছিল না। আসামি সাগর তার গর্ভবতী স্ত্রীর চিকিৎসা ও সংসারের ব্যয় নির্বাহের জন্য কি করবে ভেবে পাচ্ছিল না। এসময় তার বন্ধু সুলতানের সঙ্গে আর্থিক সমস্যার কথা জানায়। সুলতান জানায়, সেও খুব অর্থ কষ্টে আছে। গত দুই সপ্তাহ ধরে তারা দু’জনে পরিকল্পনা করে যে, জিহাদকে মেরে তারা ভ্যান বিক্রি করবে।

র‌্যাব জানিয়েছে, এ পরিকল্পনা মোতাবেক গত বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চৌগ্রাম বাজারে তারা জিহাদের সঙ্গে মিলিত হয়। এরপর তারা সিংড়া বাজারে আসে। সিংড়া বাজারে এসে জিহাদের অজ্ঞাতসারে ফার্মেসি থেকে চেতনা নাশক ট্যাবলেট ক্রয় করে কোমল পানীয় স্পিডের সঙ্গে মিশিয়ে রাখে। সিংড়া বাজার থেকে ঘোরাঘুরির কথা বলে তারা  চলনবিলের উদ্দেশে রওনা হয়।

arrest2

র‌্যাব-৫ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, চলনবিলের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করাকালীন কোনো এক সময় চেতনানাশক মেশানো স্পিড জিহাদকে সেবন করায়। সাতপুকুরিয়া বাজার এলাকায় কাছাকাছি গেলে ভুক্তভোগী তার ঘুমঘুম আসছে বলে জানায় এবং ভ্যান রেখে ভ্যানের ওপর শুয়ে পড়ে। আসামি সুলতান প্রামানিক তাকে ধরে রাখে। আর আসামি সাগর প্রামানিক ভ্যান চালিয়ে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে ইটালি-ইন্দ্রাসন গ্রামের মাঝামাঝি পাজাগাড়ি নামক স্থানে পাকা রাস্তার পাশে নির্জন ফাঁকা জায়গায় গিয়ে অচেতন জিহাদকে ভ্যান থেকে নিচে নামায়। তারা জিহাদের গলায় ভ্যানের চাকার পুরাতন টিউব পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে রাস্তার পাশে প্লাবিত জমিতে ফেলে যায়। জিহাদের সঙ্গে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল আসামি সুলতান নিজ হেফাজতে নেয়। আসামি সাগর ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ইটালি গ্রামের হাসান নামে এক মেকারের বাসায় রেখে যায়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, পরবর্তীতে তাদের দেখানো মোতাবেক আসামি সুলতান প্রামাণিকের (১৯) নিজ হেফাজত থেকে ভুক্তভোগীর ব্যবহার করা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মেকার হাসানের বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান এবং ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত ভ্যানের চাকার টিউব উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাব-৫ অধিনায়ক।

প্রতিনিধি/এসএস