images

সারাদেশ

অটোরিকশা চালকের আসনের নিচে মিলল বিপুল ইয়াবা, পালাল চালক

জেলা প্রতিনিধি

০২ আগস্ট ২০২৫, ০২:২৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে মালিকবিহীন ২০ হাজার পিস ইয়াবাসহ এক সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বিজিবি।

শনিবার (২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল টিম সীমান্ত পিলার বিডি-২০ থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা গয়ালমারা রাস্তা হয়ে বালুখালী মেইন রোডের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা সেটি থামাতে এগিয়ে যান। তবে তাদের উপস্থিতি টের পেয়ে চালক অটোরিকশা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে অটোরিকশা তল্লাশি করে চালকের আসনের নিচ থেকে ২টি কার্টনে রাখা ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। গাড়িটির ভেতরে আর কোনো মালামাল পাওয়া যায়নি। মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানান, এ ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জব্দ করা ইয়াবা ও অটোরিকশা আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যুব সমাজকে মাদকের ভয়াল আগ্রাসন থেকে রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদকপাচার রোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযান তারই অংশ। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি