images

সারাদেশ

হাত-পা বেঁধে শিক্ষকের বাড়ি ডাকাতি, প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৫, ০৯:১৪ পিএম

গাইবান্ধার ইদিলপুরের নতুন বাজার এলাকার শিক্ষক মানিক চন্দ্র শীলের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ইদিলপুর ইউনিয়নের নতুন বাজার সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য দেন, ইদিলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শাহারুল হুদা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিবির সভাপতি মোসফেকুর প্রামানিক, ইউপি সদস্য মোকলেছুর রহমান, বাজার কমিটির সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শিক্ষক রাজ্জাক মাস্টার ও আশরাফুল মাস্টার, ভুক্তভোগী পরিবারের সদস্য রতন মাস্টার, শাহজাহান মিয়াসহ অনেকে।

আরও পড়ুন

হবিগঞ্জে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান পণ্য ও মাদক জব্দ

বক্তারা বলেন, এলাকায় দিনের পর দিন চুরি-ডাকাতি ও সন্ত্রাস বেড়েই চলেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এতে উৎকণ্ঠায় রাত অতিবাহিত করছে এলাকাবাসী। ডাকাতরা হুমকি দেওয়ায় মামলা করতে ভয় পাচ্ছেন ভুক্তভোগী পরিবার। অবিলম্বে এলাকায় পুলিশি টহল বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, গত বুধবার (৩০ জুলাই) গভীর রাতে একদল সংঘবদ্ধ সশস্ত্র ডাকাত দল মাইক্রোবাসে এসে ইদিলপুর ইউনিয়নের মৃত রাখাল চন্দ্র শীলের (ডিমো) ছেলে শিক্ষক মানিক চন্দ্র শীলে বাড়িতে প্রবেশ করে। হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করে মেরে ফেলার হুমকি দিয়ে তাণ্ডব চালিয়ে ডাকাতি করে। এসময় তারা নগদ অর্থ, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার, মালামাল, একটি ডিসকভার মোটরসাইকেল এবং কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা হয়নি।

প্রতিনিধি/এসএস