জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ০৬:৫১ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল শেষে বিশেষ অভিযানে পুলিশ সংগঠনটির ছয় সদস্যকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১ আগস্ট) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ফেনী-নোয়াখালী মহাসড়কের ডালিয়া মার্কেটের পশ্চিম পাশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন পোস্টার ও লাঠি নিয়ে উচ্ছৃঙ্খলভাবে মিছিল করার চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - নুর নবী রাজু (৩১), আব্দুল আহাদ (১৮), শ্রাবণ (১৯), জাহিদুল হাসান মৃদুল (১৯) ও মো. আরমান (১৯)। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দু’টি হাতলযুক্ত পোস্টার ও তিনটি কাঠের লাঠি জব্দ করা হয়।
এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল করার ঘটনায় সংগঠনটির ৬৩ নেতা-কর্মীকে আসামি করে মামলা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
তিনি বলেন, ৪৩ জনের নাম উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫-২০ জনকে।
প্রতিনিধি/ এমইউ