images

সারাদেশ

বিষপানে গৃহবধূর মৃত্যু, আত্মহত্যার প্ররোচনায় স্বামী কারাগারে

জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৫, ০৫:৫৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অন্তরা আক্তার আঁখি (২২) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যুর ঘটনায় আত্মহত্যা প্ররোচনার মামলা করেছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ফুলপুর গ্রামে এই বিষপানের ঘটনার পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷

শুক্রবার (১ আগস্ট) নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মামলার তথ্যটি জানিয়েছেন।

এদিকে ওই গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার বাবা আব্দুল হাই বাদী হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে নালিতাবাড়ী থানায় আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেন৷ পরে রাতেই পুলিশ নিহতের স্বামী আলমগীর হোসেনকে (৩২) গ্রেফতার করে শুক্রবার (১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়৷

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে প্রেমের সম্পর্ক করে নালিতাবাড়ী উপজেলার ফুলপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলমগীর হোসেনের সাথে বিয়ে হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার আব্দুল হাইয়ের মেয়ে আঁখির। তারা উভয়েই তখন গাজীপুরে গার্মেন্টসকর্মী হিসেবে কাজ করতেন। এদিকে বিয়ের পর আলমগীর স্ত্রীসহ নিজ এলাকায় আসার পর থেকেই আঁখিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। পরে প্রায় আড়াই বছর আগে তাদের ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়৷ সন্তান হওয়ার পর আঁখির ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেলে সম্প্রতি আঁখির পরিবার তাকে বাড়িতে নিয়ে যায়। পরে গত চারদিন আগে আলমগীর শ্বশুর বাড়ি থেকে আঁখিকে নিজ বাড়িতে নিয়ে আসে৷

আরও পড়ুন

রাজৈর হাসপাতালে পড়ে আছে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরিচয় খুঁজছে পুলিশ

এদিকে গত বুধবার রাতে আলমগীর শ্বশুর বাড়ি থেকে ২০ হাজার টাকা আনতে বলে আঁখিকে। এতে আঁখি অস্বীকৃতি জানালে আলমগীর তাকে মারধর করে। পরে বৃহস্পতিবার দুপুরে আঁখি বিষপান করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়৷

আঁখির বাবা আব্দুল হাই বলেন, আলমগীর আমার মেয়েটারে অনেক মাইর ধইর করছে। মেয়ের সুখের লাইজ্ঞা জামাইরে মেলা ট্যাহা দিছি। একটা সিএনজিও কিন্না দিছিলাম। কিন্তু আমার মেয়েটারেই তো অহন মাইরা ফালাইল৷ আলমগীর সন্ধ্যায় আমারে ফোন কইরা কয় তগর মাইয়্যা বিষ খাইয়া মরছে। আইসা লাশটা নিয়া যা। আমার মেয়েরে যারা মাইরা ফালাইছে আমি তাগর শাস্তি চাই৷

জানতে চাইলে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর বাবা আত্মহত্যা প্ররোচনার মামলা দায়েরের পর রাতেই একজনকে গ্রেফতারের পর শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস