images

সারাদেশ

নোয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থীর আনুষ্ঠানিক প্রচার শুরু

জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৫, ০৪:২৮ পিএম

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) সংসদীয় আসনে আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ও দলটির উচ্চতর পরিষদ সদস্য আব্দুজ জাহের। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণধিকার পরিষদের দলীয় ট্রাক প্রতীকে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রচার অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১ আগস্ট) সকালে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

আসন খসড়া বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ

এরপর স্থানীয় আলেম-ওলামাদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনে প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

প্রচারণার শুরুতে আব্দুজ জাহের বলেন, নোয়াখালী-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই এলাকার উন্নয়নের জন্যই আমি মাঠে নেমেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ কাজ করে দেখাব।

IMG-20250801-WA0007

তিনি আরও জানান, তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠা। অতীতে বিভিন্ন দলের সংসদ সদস্যরা এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত হয়েও এলাকার জন্য দৃশ্যমান কোনো কাজ করেননি। তিনি নির্বাচিত হলে মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে সর্বোচ্চ কাজ করে যাবেন।

পাশাপাশি নোয়াখালীর সব সরকারি খাল দখলমুক্ত করা, নোয়াখালীর জলাবদ্ধতা নিরসনে দীর্ঘস্থায়ী সমাধান বের করা।

একই সাথে নোয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নতি করা, সুবর্নচর উপজেলাকে পৌরসভায় উন্নতি করা এবং নোয়াখালীতে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, আব্দুজ জাহের একজন ক্লিন ইমেজধারী প্রার্থী, যিনি তরুণ সমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে গণঅধিকার পরিষদের এই প্রার্থীকে যদি জয়যুক্ত করে তাহলে দীর্ঘদিন থেকে অবহেলিত নোয়াখালীর সদর ও সুবর্ণচরে উন্নয়নের ছোঁয়া লাগবে।

আগামী দিনগুলোতে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভার পরিকল্পনার কথা জানিয়েছেন আব্দুজ জাহের।

প্রতিনিধি/এসএস