images

সারাদেশ

হাটহাজারীতে নকল আকিজ বিড়ি জব্দ, গ্রেফতার ৩ জন

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট ২০২৫, ০২:৪০ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ। গত বুধবার বিকেল ৫টার দিকে হাটহাজারী মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

হাটহাজারী মডেল থানা সূত্রে জানা যায়, সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন বাজারে নকল বিড়ি সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর সরকারহাট বাজারে অভিযান চালিয়ে ৭৫ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,  মইনুদ্দিন নাঈম, মো. মতিন ও আবু বক্কর।

তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(এ)/২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর: ২০(৭)২৫। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুহম্মদ কাওসার হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেফতার করা হয়েছে। নকল ও ভেজালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

প্রতিনিধি/একেবি