জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ১২:০৪ পিএম
জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো সাইক্লিং প্রতিযোগিতা।
শুক্রবার (১ আগস্ট) সকাল ৭টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এরপর প্রতিযোগীরা বটতলী পাকারমাথা হয়ে ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় কালেক্টরেট মাঠে এসে শেষ করেন প্রতিযোগিতা।
এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয় এবং মোট ৪০ জনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকেই শান্তনা পুরস্কার দেওয়া হয়।
জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী বলেন, ‘জুলাই-আগস্টকে স্মরণীয় করে রাখতে এবং শিক্ষার্থীদের শারীরিক বিকাশ, মাদক থেকে দূরে রাখা ও পড়াশোনার প্রতি আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। পাশাপাশি জুলাইয়ে স্পিড ও গতি চিন্তার ধারণাও শিক্ষার্থীদের মাঝে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।’
প্রতিনিধি/একেবি