images

সারাদেশ

মাদারীপুরে শেষ হলো ৫ দিনের উচ্চতর নৃত্য প্রশিক্ষণ

জেলা প্রতিনিধি

০১ আগস্ট ২০২৫, ০৯:২০ এএম

মাদারীপুরে শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হলো পাঁচ দিনের উচ্চতর নৃত্য প্রশিক্ষণ কর্মশালা। এতে মাদারীপুরসহ বিভিন্ন জেলার ৬ থেকে ৬০ বছর বয়সী নৃত্যশিল্পীরা অংশ নেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লালনগীতি, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ক্লাসিক ও রোমান্টিক সংগীতের সঙ্গে পরিবেশিত হয় নানান রকমের নৃত্য। শিল্পীদের পারফরম্যান্সে মঞ্চ হয়ে ওঠে প্রাণবন্ত, আর গ্যালারিজুড়ে ভিড় জমায় শিশুকিশোরসহ নানা বয়সের দর্শক। অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলায়।

নৃত্য প্রতিযোগিতায় অংশ নিয়ে শিল্পীরা ছিলেন দারুণ উচ্ছ্বসিত। তারা জানান, এমন আয়োজনে অংশ নিতে পেরে ভালো লেগেছে তাদের। দর্শকদের মতে, এই ধরনের উৎসব জেলার সংস্কৃতি পরিচিতি বাড়াবে, এবং সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত নৃত্যচর্চার বিকল্প নেই।
‘স্বাপ্নিক নৃত্য বিকাশ’-এর আয়োজনে এই অনুষ্ঠানটি ছিল নৃত্যের এক প্রাণবন্ত উচ্ছ্বাস।

দর্শক বিপ্লব কর্মকার বলেন, ‘শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। দেখে মনপ্রাণ জুড়িয়ে গেছে। ভবিষ্যতেও এমন নৃত্য প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন হলে খুব ভালো হবে।’

আবৃত্তিশিল্পী কুমার লাভলু বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে নৃত্যশিক্ষার মান উন্নত হবে। পাশাপাশি ভালো মানের শিল্পীও তৈরি হবে। অনুষ্ঠানটি ছিল সত্যিই অসাধারণ।’

অনুষ্ঠানে অংশ নেওয়া নৃত্যশিল্পী নুরজাহান কান্তা বলেন, ‘একসঙ্গে শতাধিক শিল্পী নৃত্য প্রশিক্ষণে অংশ নেওয়া সত্যিই ভাগ্যের বিষয়। ছোট-বড় সবাই আনন্দে মাতোয়ারা ছিলাম। এই আনন্দের কোনো সীমা নেই।’

ক্ষুদে নৃত্যশিল্পী অঙ্গনা কুন্ডু জানায়, ‘পরিবারের সবাই আমাদের অনুশীলন দেখেছে। সবাই আনন্দ পেয়েছে। অংশ নিতে পেরে আমাদেরও খুব ভালো লেগেছে।’

‘স্বাপ্নিক নৃত্য বিকাশ’-এর প্রতিষ্ঠাতা স্বপন মাহমুদ জানান, ‘এই প্রশিক্ষণের মাধ্যমে জেলার সুনাম ছড়িয়ে পড়বে। পাশাপাশি দক্ষ নৃত্যশিল্পী গড়তেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

নৃত্য প্রশিক্ষক ও কোরিওগ্রাফার এম. আর. ওয়াসেক বলেন, ‘মাদারীপুরের প্রশিক্ষণার্থীদের মধ্যে রয়েছে চমৎকার মেধা। এখান থেকে দেশসেরা নৃত্যশিল্পী তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাই খুব মনোযোগ দিয়ে কর্মশালায় অংশ নিয়েছে।’

প্রতিনিধি/একেবি