জেলা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৫, ০৯:০৪ এএম
বগুড়া শহরের প্রাণকেন্দ্র পুলিশ প্লাজায় বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হলো জনপ্রিয় পোশাক ব্র্যান্ড হারল্যানের নতুন শোরুম উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেটার তাসকিন আহমেদ, অভিনেতা ইমন ও অভিনেত্রী কেয়া পায়েল।
তবে তারকাদের আগমনের খবর ছড়িয়ে পড়তেই সকাল থেকেই পুলিশ প্লাজার সামনে জড়ো হতে থাকেন হাজারো ভক্ত। দুপুর গড়াতেই জনসমাগম পরিণত হয় জনস্রোতে। প্রিয় তারকাদের এক ঝলক দেখার জন্য ভক্তদের ভিড় এতটাই বাড়তে থাকে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তারকাদের গাড়ি অনুষ্ঠানস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হয় হুড়োহুড়ি। মোবাইল ফোনে ছবি তোলা ও অটোগ্রাফ সংগ্রহের হিড়িক পড়ে যায়। অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে একপর্যায়ে পুলিশ প্লাজার মূল ফটকটি ভেঙে পড়ে।
এ ঘটনায় কয়েকজন উৎসুক জনতা সামান্য আহত হন। নিরাপত্তা রক্ষীরা ভিড় সামলাতে হিমশিম খেলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা দ্রুততার সঙ্গে তারকাদের অনুষ্ঠানস্থলের ভেতরে নিয়ে আনুষ্ঠানিকতা শেষ করিয়ে নিরাপদে বের করে নিয়ে যান।
ঘটনার পর অনেক ভক্ত দীর্ঘ অপেক্ষার পরেও তাদের প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে না পেরে হতাশ হয়ে ফিরে যান। তবে এই উদ্বোধনী আয়োজনে তারকাদের উপস্থিতি বগুড়াবাসীর জন্য এক স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে, যা একইসঙ্গে উৎসব ও বিশৃঙ্খলার চিত্র তুলে ধরেছে।
প্রতিনিধি/একেবি