images

সারাদেশ

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৫, ১০:৩৪ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার পাগলা থানাধীন পাইথল ইউনিয়নের শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি উপজেলার শহীদনগর এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।’

প্রতিনিধি/ এমইউ