images

সারাদেশ

রংপুরে ঘরবাড়িতে হামলার ঘটনায় ৫ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৫, ০৯:৫৭ পিএম

রংপুরের গংগাচড়ায় ধর্মীয় অবমাননার অভিযোগে হিন্দুদের ঘরবাড়িতে হামলার ঘটনায় পাঁচজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে গংগাচড়া আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায় এই রায় দেন। 

বিষয়টি নিশ্চিত করেন কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

তিনি জানান, পুলিশের পক্ষ থেকে ওই পাঁচ আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিচারক। এ রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গংগাচড়া থানার ওসি আল এমরান। বিকেল সাড়ে ৩টার দিকে কঠোর নিরাপত্তার মাধ্যমে জেলখানা থেকে তাদের আদালতে নেওয়া হয়।

রিমান্ডে যাদের নেওয়া হয়েছে তারা হলেন - নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ি মাঝাপাড়ার লাভলু মিয়ার ছেলে ইয়াছিন আলী (২৫), ধনীপাড়ার নুর আলমের ছেলে স্বাধীন মিয়া (২৮), চাঁদখানা মাঝাপাড়ার গোলাম মোস্তফার ছেলে আশরাফুল ইসলাম (২৮), পাঠানপাড়ার মৃত বাবুল খানের ছেলে এস এম আতিকুর রহমান খান আতিক (২২) ও চওড়াপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে সাদ্দাম হোসেন সেলিম (২২)। 

এদিকে ঘরবাড়িতে হামলার অভিযোগে পাঁচজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে যৌথ বাহিনী। পরে বিকেলে আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গঙ্গাচড়া আমলি আদালতের বিচারক কৃঞ্চ কমল রায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিনিধি/ এমইউ