ঢাকা মেইল ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে ভুল চিকিৎসায় এক গর্ভবতী নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ স্বজনদের দাবির প্রেক্ষিতে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার প্রাইম হাসপাতাল–২-এ সাত মাসের গর্ভবতী মমতাজ বেগম মুমুর মৃত্যু হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, গতকাল রাতে উপজেলার মিরওয়ারিশপুর গ্রামের প্রবাসীর স্ত্রী মমতাজ বেগম মুমুকে পেটের ব্যথাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। গাইনি বিশেষজ্ঞ মারজাহান আরা বকুল তাকে গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে চিহ্নিত করে একটি ইনজেকশন প্রয়োগ করেন। এরপর রোগীর অবস্থার অবনতি হতে থাকে এবং আজ সকালে তিনি মারা যান।
তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে আশা করছি।’
রোগীর স্বজনদের অভিযোগ, চিকিৎসকরা রোগের সঠিক কারণ নির্ণয় না করেই ইনজেকশন প্রয়োগ করেছেন এবং গর্ভবতী নারীর যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। তাদের দাবি, এই ভুল চিকিৎসার কারণেই রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে, হাসপাতালের সিনিয়র সহকারী জেনারেল ম্যানেজার শিপন সেন বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু হয়নি। প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে প্রকৃত কারণ অনুসন্ধান করা হোক। তাহলেই প্রকৃত রহস্য উন্মোচিত হবে।’
প্রতিনিধি/একেবি