জেলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ০৭:৩৩ পিএম
ফেনীতে গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া ছাত্রহত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরীসহ ২২১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
ফেনী মডেল থানার এসআই আলমগীর হোসেন বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাবেদ আক্তারের আদালতে চার্জশিট জমা দেন। ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী সমাবেশের ওপর নির্বিচারে বোমাবর্ষণ ও গুলি চালিয়ে ৮ জন নিহত ও শতাধিক আহত হয়। নিহতদের মধ্যে ছিলেন সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের মাহমুদুল হাসান মাসুম।
নিহতের ভাই মাহমুদুল হাসান ১৬২ জনের নামে মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে চার্জশিটে ২২১ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। মূল অভিযোগপত্রে থাকা ১৬২ জনের মধ্যে ১৫৬ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে, এবং যোগসাজশের কারণে আরও ৬২ জনকে যুক্ত করা হয়েছে।

চার্জশিটে রাজনৈতিক নেতাদের পাশাপাশি স্থানীয় নেতৃবৃন্দও রয়েছেন। মামলায় এখন পর্যন্ত ৫১ জন গ্রেফতার, যাদের মধ্যে ৩ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, নিরপরাধ ব্যক্তিদের বাদ দেয়া হয়েছে এবং কাউকে রাজনৈতিক কারণে অভিযুক্ত করা হয়নি।
প্রতিনিধি/একেবি