images

সারাদেশ

ভারতে অনুপ্রবেশকারী ১৫ বাংলাদেশি নাগরিককে বিজিবির মাধ্যমে হস্তান্তর

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ৭ শিশুসহ ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিভিন্ন সময়ে ভারতে অবৈধ অনুপ্রবেশকালে তাদের আটক করে বিএসএফ।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক হায়দার আলীর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, হস্তান্তরকৃত এসব ব্যক্তি সীমান্তের বিভিন্ন স্থান দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তারা সবাই ভারতের হরিয়ানা রাজ্যের নরনৌল কারাগারে তিন মাস আটক ছিলেন। আজ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন সীমান্তের মেইন পিলার ৭৬-এর নিকট পতাকা বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা ১৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে। হস্তান্তরকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৭ জন অপ্রাপ্ত বয়স্ক রয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী সুনীত কুমার এই বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এফএ