জেলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ০২:৪৪ পিএম
বগুড়ার সোনাতলায় বাঙ্গালী নদীতে ভেসে আসা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রাম সংলগ্ন বাঙ্গালী নদীতে লাশটি ভেসে আসে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুনব্বী এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় লোকজন সকালে নদীতে ভেসে আসা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন লাশ দেখেও চিনতে পারেনি।
ওসি বলেন, আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবকের তিন চার দিন আগে মৃত্যু হতে পারে। লাশের পড়নে কোনো কাপড় ছিল না। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি