images

সারাদেশ

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা, রিকশাচালককে কারাদণ্ড

জেলা প্রতিনিধি

৩১ জুলাই ২০২৫, ১০:৪১ এএম

নোয়াখালীর চাটখিলে চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে সাইদ মিয়া (৩৮) নামে এক রিকশাচালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) উপজেলার বদলকোট ইউনিয়নের হরি কৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত সাইদ মিয়া মৌলভীবাজার থানার উত্তরসুর সাদীবাজার (লালবাগ) গ্রামের মৃত তজবির মিয়া ছেলে। তিনি তার শ্বশুর বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানাধীন ভাটরা ইউনিয়নের ডলটা বড় বাড়িতে বসবাস করেন।

স্থানীয়রা জানান, সাইদ মিয়া গতকাল চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা করে। এরপর আজ একইভাবে শিশুটিকে শ্লীলতাহানি চেষ্টা করলে শিশুটি চিৎকার করে। তখন আশেপাশের লোকজন এসে তাকে আটক করে। এবং প্রশাসনকে বিষয়টি জানালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাইদ মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, শিশুটির কাছ থেকে বিস্তারিত শুনে অভিযুক্ত সাইদ মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে অপরাধের বিষয়টি স্বীকার করে। অভিযুক্ত রিকশাচালকের প্রতিবন্ধী সন্তান থাকায় মানবিক দিক বিবেচনা করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

প্রতিনিধি/টিবি