জেলা প্রতিনিধি
৩১ জুলাই ২০২৫, ১২:০১ এএম
‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় ঠাকুরগাঁও চৌরাস্তা মোড়ে এই ক্যাম্পেইন করা হয়।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন নিসচা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. জাহিদ ইকবাল, সহ-সভাপতি মাসুদ আহম্মেদ সুবর্ণ, সাধারণ সম্পাদক ননী গোপাল বর্মন, সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন হোসেন, আইন বিষয়ক সম্পাদক মো. ওয়াকিল উজ জামান, নির্বাহী সদস্য অ্যাড. মো. মেহেদী হাসান এবং মো. আবু সায়েম হিমেল প্রমুখ।
ক্যাম্পেইনে চার্জার অটো, রিকশা, মোটরসাইকেল, ভ্যান চালক, পথচারীসহ সাধারণ মানুষের মাঝে সড়ক নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান, চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখা ইত্যাদি বিষয়ে সচেতন করা হয়।
নিসচার নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবেন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
প্রতিনিধি/ এজে