জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১১:০৮ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা কয়লা কারখানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার মালিক মনির হোসেন (১৮) ও আশিক ইসলামকে (২২) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল।
অর্থদণ্ডপ্রাপ্ত মনির মিয়া উপজেলার নশিরারপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে ও আশিক মিয়া একই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
অভিযানিক দলটি জানায়, অভিযুক্তরা ওই স্থানে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে কাঁঠ পুড়িয়ে চুল্লিতে কয়লা তৈরি করে আসছিল। এ অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন- সাঘাটা অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-ইকরাম খাঁন।
এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল বলেন, অভিযুক্ত মনির হোসেন ও আশিক ইসলামের প্রত্যেককে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ