জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
ময়মনসিংহের নান্দাইলে এক তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ভোররাতে উপজেলার আঁচারগাঁও গারুয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রিয়াদ মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে ও নাদিম মিয়ার বন্ধু।
স্থানীয় সূত্র জানায়, ৫/৬ দিন আগে আচারগাঁও পুড়াবাড়িয়া মহল্লার হানিফ মিয়া একটি নতুন ইজিবাইক কিনে আনেন। ওই দিন রাতেই বাড়ি থেকে ইজিবাইকটি চুরি হয়। চুরির সঙ্গে জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) স্থানীয় রিয়াদ মিয়া এবং গারুয়া গ্রামের নুর ইসলামের ছেলে নাদিম মিয়া ও সাইম নামের তিনজনকে আটক করা হয়। পরে ওই দিনই স্থানীয় দিঘীরপাড় এলাকায় সোহরাবের বাড়ির সামনে একটি গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়।
সালিশ বৈঠকে তিনজনই ইজিবাইক চুরির কথা স্বীকার করে পরের দিন (বুধবার) ইজিবাইকটি ফেরত দিবে বলে জানায়। সালিশে এ সংক্রান্ত একটি মুচলেকা দেওয়ার পর নাদিমের মা ময়না আক্তার সন্ধ্যায় দু’জনকে তার জিম্মায় বাড়িতে নিয়ে যান।
এদিকে আজ বুধবার সকালে প্রতিবেশীরা ময়না আক্তারের একটি ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে রিয়াদ মিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুজাহিদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/ এমইউ