জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম
কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে দেশীয়ভাবে তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড তাজা গুলি ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।
বুধবার (৩০ জুলাই) ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন মহেশখালী এবং বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সন্ত্রাসীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এছাড়া সন্ত্রাস নির্মূল করতে মহেশখালীর পাহাড়ের সন্ত্রাসীদের মূল আস্তানা ও অস্ত্রের ভ্রাম্যমাণ কারখানা খুঁজে সেখানে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চান স্থানীয় বাসিন্দারা।
বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড অভিযানের বিষয়টি নিশ্চিত করেছে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
এ প্রসঙ্গে বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
প্রতিনিধি/ এমইউ