images

সারাদেশ

বোচাগঞ্জে সরকারি সার বিক্রিতে অনিয়ম, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

৩০ জুলাই ২০২৫, ০৮:১১ পিএম

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সরকারি বরাদ্দকৃত সার বিক্রয়ে অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে (৩০ জুলাই) বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার মাদরাসা রোডের মেসার্স রব্বানী স্টোরকে এ অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা।

এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার ব্যবসায়ী মেসার্স রব্বানী স্টোর তার সরকারি বরাদ্দকৃত সার সরাসরি কৃষকের কাছে বিক্রি না করে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুসারে ৫০,০০০/- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, মেসার্স রব্বানী স্টোরের মালিকের সার বিক্রয় রেজিস্টার যাচাই করে বিভিন্ন অসংগতির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ