জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম
নেত্রকোনার মোহনগঞ্জে গরু ধানের চারা খাওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে তিনজনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
বুধবার (৩০ জুলাই) বিকালে মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, উপজেলার নয়াপাড়া গ্রামের রবিন মিয়া (১৯, শিপন বেগ (৪২) তার ভাই মাসুদ মিয়া (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াপাড়া গ্রামের ইছু মিয়ার ধানের চারা প্রতিবেশী জামাল মিয়ার গরু খেয়ে ফেলে। এসব নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে ইছু মিয়ার ছেলেসহ তাদের লোকজন জামালের ওপর চড়াও হয়। পরে জামাল তার লোকজন নিয়ে ইছু মিয়ার পক্ষের রবিন মিয়া, শিপন বেগ ও তার ভাই মাসুদ মিয়াকে পিটিয়ে জখম করে। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত শিপন বেগ জানান, আমরা দুই ভাই হাওরে হাঁস রাখছিলাম। মারামারির ঘটনা শুনে বাড়ির দিকে আসছিলাম। পথে জামালসহ তার লোকেরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আমাদের জখম করে।
অপর আহত রবিন মিয়া বলেন, আমি পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের ধর্মপাশায় হাঁস কিনতে গিয়েছিলাম। বাড়িতে মারামারি হয়েছে এটা জানতাম না। অটোরিকশা দিয়ে জামালের বাড়ির সামনে দিয়ে বাড়ি ফেরার পথে আমার ওপর হামলা চালায়। পিটিয়ে আহত করার পাশাপাশি পকেটে থাকা হাঁস কেনার ১ লাখ টাকা নিয়ে গেছে।
তবে অভিযোগ অস্বীকার করে মো. জামাল মিয়া বলেন, তাদের ধানের চারা আমার গরু ক্ষতি করেছে। বলেছি তাদের আমি ক্ষতিপূরণ দিয়ে দেব। তার পরেও আমার ছেলেকে তারা মারধর করেছে।
এ ঘটনায় আহত শিপন বেগ বাদী হয়ে জামাল মিয়াসহ ১১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম অভিযোগের কথা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়ে ওইদিনই হাসাপাতালে পুলিশ আহত তিনজনের খবরাখবর নিয়ে এসেছে। ঘটনা তদন্তে আজ ওই এলাকায় পুলিশ গিয়েছিল। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস