জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ০৭:৩০ পিএম
কিশোরগঞ্জের করিমগঞ্জে নরসুন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে দুই স্কুলছাত্রীর। মূলত, নদীর ঢেউয়ের নিচে হারিয়ে যায় শিশু দু’টি।
বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের আশতকা মানিকপুর গ্রামের পাশে নরসুন্দা নদীতে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
নদীতে ডুবে মৃতরা হলো — করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের রতন মিয়ার মেয়ে সাইফা (১০) এবং ইকলাস মিয়ার মেয়ে মায়মুনা (৯)।
সাইফা স্থানীয় দক্ষিণ আশতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এবং মায়মুনা তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর দুপুরে সাইফা ও মায়মুনা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা আশপাশের কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নামে। বেশ কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে বিকেল ৩টার দিকে স্থানীয়রা নদীতে তল্লাশি চালিয়ে একে একে উদ্ধার করেন দুই শিশুর নিথর লাশ।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
প্রতিনিধি/ এমইউ