জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ০৭:১৬ পিএম
নীলফামারী জেলা জজ আদালতে জামিন নিতে এসে গ্রেফতার হয়েছেন ডোমার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার।
বুধবার (৩০ জুলাই) দুপুরে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বাবা অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি ছিলেন আব্দুল মালেক সরকার। দীর্ঘদিন তিনি পলাতক থাকার পর আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে গ্রেফতারের নির্দেশ দেয়।
বিস্তারিত আসছে...
প্রতিনিধি/এসএস