images

সারাদেশ

বাঁশ ও গাছের বনই পানির আধার: বান্দরবান জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি

৩০ জুলাই ২০২৫, ০৬:৩৯ পিএম

বাঁশের বন ও গাছের বন হচ্ছে প্রাকৃতিক বন। এই বনই পানির আধার বলে মন্তব্য করেছেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে ২৪ জুলাই থেকে শুরু হওয়া বৃক্ষমেলা এদিন সমাপ্ত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিটি ফলদ গাছ শুধু পরিবারের পুষ্টির চাহিদাই পূরণ করে না, অনেক গাছ আবার ওষুধি গুণেও ভরপুর। বাঁশ গাছ হচ্ছে প্রাকৃতিক পানির আধার। তাই বাঁশ গাছ সংরক্ষণ করতে হবে। শুষ্ক মৌসুমে যখন পানির সংকট দেখা দেয়, তখন এসব গাছই পানির উৎস ধরে রাখে।

তিনি আরও বলেন, অন্যান্য জেলায় রিসোর্ট গড়ে তোলার জন্য শত কোটি টাকা বিনিয়োগ করতে হয়, অথচ বান্দরবান প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভাণ্ডার। এখানে পাহাড়, বন আর নির্মল প্রকৃতিই পর্যটকদের কাছে মূল আকর্ষণ।

জেলা প্রশাসক পাহাড়ি অঞ্চলের সংকীর্ণ রাস্তার পাশে পরিকল্পিতভাবে গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বলেন, গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, এগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ অভিযান সফল হবে।

তিনি বহুবর্ষজীবী ও দেশীয় প্রজাতির গাছের সমন্বয়ে প্রাকৃতিক বন গড়ে তোলার আহ্বান জানান। বলেন, শুষ্ক মৌসুমে পানির সংকট আর বর্ষায় বন্যা—এই দুই সমস্যার সমাধান একমাত্র বনায়নের মাধ্যমেই সম্ভব। এটি শুধু পরিবেশ রক্ষা করবে না, বরং সবার কল্যাণও নিশ্চিত করবে।

আরও পড়ুন

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

বক্তারা বলেন, পৃথিবীকে বাসযোগ্য রাখতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বনায়নের কোনো বিকল্প নেই।

জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে এ আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা (পাল্পউড প্লান্টেশন) মো. তহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ এম.এম. শাহ নেয়াজ।

অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলায় অংশগ্রহণকারী ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, সার্টিফিকেট এবং গাছের চারা বিতরণ করেন জেলা প্রশাসক।

প্রতিনিধি/এসএস