images

সারাদেশ

সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি

৩০ জুলাই ২০২৫, ০৫:৩৬ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গলায় ওড়না পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করার দায়ে স্বামী মো. মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা এবং ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুর আড়াই টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই রায় ঘোষণা করেন।

thumbnail_1000135591

দণ্ডপ্রাপ্ত মো. মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ভায়াট গ্রামের মো. বাহের আলী খদগীরের ছেলে।

আরও পড়ুন

বিরোধপূর্ণ জমিতে পাট কাটাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ এর পাবলিক প্রসিকিউটর মো. মাসুদুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে আব্দুল মতিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আদালত।

thumbnail_1000135592

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী সাবিনা ইয়াসমিনকে নির্যাতন করে আসছিল মতিন। ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ধানখেতে ফেলে রাখে সে। পরবর্তীতে পুলিশ লাশ উদ্ধার করে এবং নিহতের বড় ভাই মো. আব্দুল রাজ্জাক তাড়াশ থানায় হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় দেন।

প্রতিনিধি/এসএস