images

সারাদেশ

গাংনীতে ২৯ শিক্ষার্থী পেল পিবিজি পুরস্কার

জেলা প্রতিনিধি

৩০ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলায় সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন পারফরম্যান্স বেইজড গ্রান্টস (PBG) কার্যক্রমের আওতায় এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য ১৫ শিক্ষার্থীকে এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য ১৪ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

বুধবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার হজরত আলী।

thumbnail_1000121045

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, এই পুরস্কার শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা ও দায়িত্ববোধ সৃষ্টি করবে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মাছুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (আ. দা.) মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মনিটরিং অফিসার এবং এভাল্যুয়েশন শাখার সহকারী পরিচালক ফকরুল ইসলাম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার শামসুল আলম সোনা।

1000121136

অনুষ্ঠানে অধ্যক্ষদের মধ্য থেকে বক্তব্য দেন, গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপন, প্রধান শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য দেন, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী পরিচালক আবু জাফর, হাড়াভাঙ্গা ডিএইচ ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল রাজ্জাক, মিডিয়াকর্মীদের মধ্য থেকে বক্তব্য দেন মোহনা টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য দেন প্রভাষক সালাউদ্দিন, মানিকদিয়া এগারোপাড়া আলিম মাদরাসার শিক্ষার্থী সুরাইয়া খাতুন এবং সাকিবুল হাসান সাগর প্রমুখ।

আরও পড়ুন

দশম গ্রেড পেতে প্রাথমিকের প্রধানদের মানতে হবে যেসব শর্ত

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গাংনী উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এসএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য ১৫ শিক্ষার্থীকে এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় সর্বোচ্চ ফলাফলের জন্য ১৪ শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস