images

সারাদেশ

মানিকগঞ্জে অবৈধ সিএনজি স্ট্যান্ডে পুলিশের অভিযান, আটক ৪

জেলা প্রতিনিধি

৩০ জুলাই ২০২৫, ০৪:০৪ পিএম

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ সিএনজি স্ট্যান্ডে ট্র্যাফিক পুলিশের অভিযানের সময় চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে মহাসড়কের ওপরে অবৈধভাবে গড়ে ওঠা সিএনজি স্ট্যান্ডে ট্র্যাফিক পুলিশ অভিযান চালায়। এসময় চালকেরা পুলিশের কাজে বাধা দিলে ৪ জনকে আটক করা হয়।

এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এসব অবৈধ যানবাহন থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছে। আর তাদের ছত্রছায়ায় এসব অবৈধ সিএনজি ও হ্যালোবাইক মহাসড়ক দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে।

আরও পড়ুন

সাংবাদিক নাদিম হত্যা: আসামি বাবু চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

জেলার ট্র্যাফিক পুলিশ পরিদর্শক আব্দুল হামিদ বলেন, মহাসড়ক দিয়ে নিরাপদে যান চলাচল স্বাভাবিক রাখতে এই অভিযান চালানো হয়েছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের অনেক চাপ থাকে। তার ওপরে সিএনজি ও হ্যালোবাইকের চালকেরা মহাসড়কে উঠে যানজটের সৃষ্টি করে। সে কারণে যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। তার জন্য আজ এসব অবৈধ সিএনজি ও হ্যালোবাইক যাতে মহাসড়কে উঠতে না পাড়ে সেই জন্য অভিযান চালানো হয়েছিল। এসময় কয়েকজন আমাদের কাজে বাধা দিলে তাদের মধ্যে থেকে ৪জনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এসব সিএনজি ও হ্যালোবাইকের বেশিরভাগেরই নেই সঠিক কাগজপত্র। তবে মহাসড়কে নিরাপদে যানচলাচলের জন্য আমাদের নিয়মিত এই অভিযান চলবে বলেও তিনি জানান।

প্রতিনিধি/এসএস