জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ০৩:৩৮ পিএম
জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী থেকে প্রার্থী হবেন। ফেনী থেকেই তিনি নির্বাচিত হবেন, কারণ তিনি এখন সুস্থ আছেন।
বুধবার (৩০ জুলাই) সকালে ফেনী জেলা প্রশাসনের আয়োজিত একটি মতবিনিময় সভায় অনির্ধারিত আলোচনাকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ২০০৯ সালে যে নির্বাচন হয়েছিল, সেটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না। মূলত ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত দেশে কোনো নির্বাচিত সরকার ছিল না। একটি দেশে যদি দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তাহলে কোনোভাবেই মানুষের অর্থনৈতিক বা জীবনমানের উন্নয়ন সম্ভব হয় না। নির্বাচিত সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে। সংগ্রাম, অত্যাচার ও নির্যাতন সহ্য করে তারা ক্ষমতায় আসে। সরকার যদি জনগণের নিকট দায়বদ্ধ না থাকে, তাহলে তারা কখনো ভালো কাজ করতে পারবে না। এজন্যই আমরা চাই নির্বাচনের দ্রুত আয়োজন হোক।
কেউ কেউ বলছে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, এটা সঠিক নয়। আমরা ২০০৬ সাল থেকে নির্বাচন দাবি করে আসছি।
লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলোচনার পর জাতীয়ভাবে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই আলোকে আমরা বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমি মনে করি, দেশের বর্তমান অবস্থা বিবেচনায় নির্বাচন ফেব্রুয়ারির আগেই হতে পারে। কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে একটি মামলা পেন্ডিং আছে। যদি কেয়ারটেকার সরকার প্রবর্তিত হয়, তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
যদি এভাবে নির্বাচন হয়, ইনশাআল্লাহ বিএনপি জিতবে। আর যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, আমরা আশা করি আমাদের দলের নেত্রী মেডামও ফেনী থেকে নির্বাচনে অংশ নেবেন এবং বিজয়ী হবেন।
প্রতিনিধি/একেবি