জেলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ রংপুরের কেবি ছাত্রাবাসের ঘুমন্ত দুই শিক্ষার্থীর ওপর ছাদের পলেস্তারা খসে পড়েছে। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান আপন ও সৌরভ নামে দুই শিক্ষার্থী।
বুধবার (৩০ জুলাই) বিষয়টি জানিয়েছেন ওই কক্ষের ভুক্তভোগী শিক্ষার্থী সৌরভ। ২৯ জুলাই রাতে কেবি ছাত্রাবাসের ২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে কলেজ কর্তৃপক্ষকে মৌখিক ও লিখিতভাবে ছাত্রাবাসগুলোর বেহাল অবস্থার কথা জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
শিক্ষার্থী আপন বলেন, ঘুমের মধ্যে দেখি শব্দ করে কী যেন পরছে। উঠে দেখি ছাদের বিশাল পলেস্তারা মাথার পাশেই পড়ে আছে। সঙ্গে বড় দুটি পাথর, একটা আমার পায়ের কাছে। আমার রুমমেট বাইরে বেরিয়ে আসছে। এ বিষয়ে বারবার অভিযোগ দিয়েও কোনো ফল পাইনি। কদিন আগেও এমন হয়েছে, এবার বড় কিছু ঘটে যেতে পারত।
হলে থাকা শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ ঘটনার পর পরিদর্শন করে এবং কেবল তালিকা করে রাখে, কিন্তু বাস্তবে আর সংস্কার হয় না।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কলেজের ৯টি ছাত্রাবাস রয়েছে। এর মধ্যে অন্তত ৭টির অবস্থা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এরমধ্যে গোপাল লাল, জিএল হোস্টেলসহ অধিকাংশ ছাত্রাবাস বহু আগের নির্মাণ করা। দীর্ঘদিন সংস্কারবিহীন থাকায় ছাদের পলেস্তারা খসে পড়া, দেয়ালে ফাটল, বৃষ্টিতে পানি পড়ার মতো ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত হলগুলোর তালিকা তৈরি করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে। তারা সরেজমিনে পরিদর্শন করে সংস্কারের খরচ নির্ধারণ করবে। এরপর কাজ শুরু হবে। আশা করছি, দ্রুতই সমাধান হবে।
প্রতিনিধি/টিবি