images

সারাদেশ

অয়ন ওসমানের সহযোগী বাছেদকে পুলিশের হাতে দিল জনতা 

জেলা প্রতিনিধি

৩০ জুলাই ২০২৫, ১১:০৬ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বাছেদকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক বাছেদ (৩৫) সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, বাছেদ অয়ন ওসমানের অন্যতম সহযোগী এবং তারা বহু অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এছাড়া সম্প্রতি একটি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও সাধারণ জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারা। এসব কর্মকাণ্ডের কারণে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিলেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে বাছেদ মেম্বারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে।’

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সময় তিনি ও তার সহযোগীরা সাধারণ মানুষের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়েছেন। এ কারণে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল।

প্রতিনিধি/একেবি