images

সারাদেশ

সাংবাদিক হত্যা মামলার আসামি ফিরলেন ইউপি চেয়ারম্যান পদে

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-পরিচালক, স্থানীয় সরকার) এ কে এম. আব্দুল্লাহ-বিন-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তার বরখাস্তের আদেশের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’

এর আগে সোমবার (২৮ জুলাই) বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার স্বাক্ষরিত এক অফিস আদেশে বাবুকে চেয়ারম্যান পদে পুনর্বহালের বিষয়টি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদকে জানানো হয়।

তবে হাইকোর্টের রায়টি ১৯ ফেব্রুয়ারি থেকে ছয় মাসের জন্য কার্যকর হওয়ায় বাবু আর মাত্র ২০ দিনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন বলে আদালত সূত্রে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০২৩ সালের ২০ জুন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। ওই সময় তিনি হত্যা মামলার অভিযোগে কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি বরখাস্তের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার বরখাস্তের আদেশে স্থগিতাদেশ দেন।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল রহমান বলেন, ‘আমরা ইউএনও অফিস থেকে একটি চিঠি পেয়েছি, যেখানে বাবুর চেয়ারম্যান পদ ফিরে পাওয়ার কথা বলা হয়েছে। তবে তাকে এলাকায় দেখা যায় না, তিনি হয়তো বকশীগঞ্জ শহরেই থাকছেন।’

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হন বাংলা নিউজ২৪-এর জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাবুকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।

প্রতিনিধি/ এমইউ