images

সারাদেশ

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় পানি উত্তোলনের জন্য সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুহাম্মদ সাগর মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত সাগর মিয়া ওই গ্রামের মশ্বব আলীর দ্বিতীয় ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুতাং পূর্ব নোয়াগাঁও গ্রামের নিজ বাড়িতে সাগর মিয়া পানি উত্তোলনের জন্য সুইচ (বেড স্লুইস) চালু করতে গেলে অসাবধানতায় বিদ্যুতায়িত হন। তখন বাড়ির লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রতিনিধি/ এমইউ