উপজেলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিয়ে দুড়ড়েমুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। তখন দুর্ঘটনায় আহত হন বাসের দু’যাত্রী।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৫টার দিকে খৈইয়াছড়া ইউনিয়নের মিরসরাই ফিলিং স্টেশনের মির্জাপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন বাসচালক। তাই বাসটিকে নিয়ে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেন তিনি। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের একজন দুমড়েমুচড়ে যাওয়া বাসের সামনের আসনে আটকে ছিলেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
আহত দু’জন হলেন - বাসের যাত্রী আনোয়ার হোসেন (২৮) ও মো. রায়হান ইসলাম (৩৮)।
তাদের মধ্যে খুলনার বাসিন্দা আনোয়ারকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মো. রায়হান ইসলাম নৌবাহিনীতে কর্মরত। তাকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম নগরের নেভি হাসপাতালে পাঠানো হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের দলনেতা হায়াতুন্নবী বলেন, ‘আটকে পড়া এক যাত্রীকে অনেক কষ্টে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তার ডান পায়ের নিচের অংশ অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আহত অপর ব্যক্তিকে আমরা আসার আগেই স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। যাত্রীরা জানিয়েছেন, চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আমরা দুর্ঘটনাকবলিত বাসটি হেফাজতে নিয়েছি। তবে বাসের চালক দুর্ঘটনার পরেই সটকে পড়েছেন। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতিনিধি/ এমইউ