জেলা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৫, ১২:৩১ পিএম
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে প্রতিটি ভোটারের ভোটের সঠিক মূল্যায়ন হবে। ফ্যাসিস্ট সরকার গঠনের পথ বন্ধ হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন সম্ভব হবে। এই দেশ আমাদের, এদেশ সুন্দর করার দায়িত্বও আমাদেরই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে রাষ্ট্রীয় সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং দেশ ও ইসলামবিদ্বেষী ষড়যন্ত্রের প্রতিবাদে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পরে দেশ গঠনের ও সংস্কারের একটি সুযোগ এসেছে। আমরা যদি তা কাজে লাগাতে ব্যর্থ হই, তবে তা জাতির জন্য লজ্জাজনক হবে। দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরও একচেটিয়াভাবে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। সংবিধানকেও নিজের স্বার্থে ব্যবহার করা হয়েছে। এর পরিবর্তন প্রয়োজন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল।
সমাবেশের শেষ দিকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ আসনে মুফতি জহুরুল ইসলাম হাফিজি এবং চুয়াডাঙ্গা-২ আসনে হাসানুজ্জামান সজিবকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়।
প্রতিনিধি/টিবি