images

সারাদেশ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৫, ০৮:৩৫ এএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩৯ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (২৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার শালবাহান ইউনিয়নের ছোপাগছ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন— উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী আমতলী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও একই উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী আমতলী এলাকার বেলায়েত হোসেনের ছেলে আব্দুর রহিম (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার শালবাহান ইউনিয়নের ছোপাগছ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও আব্দুর রহিমকে আটক করেন। তাদের নিকট থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি মূসা মিয়া বলেন, তাদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি