images

সারাদেশ

জুলাই সনদের জন্য ৩ আগস্ট ঢাকায় সমাবেশ: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি

২৯ জুলাই ২০২৫, ১২:২৯ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এখনো আকাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। তবে আমরা বিশ্বাস করি—যদি ময়মনসিংহবাসী আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ, সেই বাংলাদেশ অচিরেই গড়ে তুলতে পারব।’

তিনি জানান, জুলাই সনদের দাবিতে আগামী ৩ আগস্ট ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগেই ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায়ে জোর দাবি জানিয়েছে এনসিপি।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন, দুদক এবং পিএসসি-সহ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে একটি সাংবিধানিক কমিটি গঠনের প্রয়োজন রয়েছে। আমরা দ্রুততম সময়ে জাতীয় ঐকমত্য চাই। এজন্য জুলাই সনদ অত্যাবশ্যক।’

তিনি আরও বলেন, ‘আমরা নিরপেক্ষ আদালত, নিরপেক্ষ পুলিশ ও প্রাতিষ্ঠানিক সংস্কার চাই। ময়মনসিংহ আন্দোলনের সূতিকাগার। এখানকার মানুষ ইতিহাসে সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’

ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়ন না হওয়া ও ব্রহ্মপুত্র নদ দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘পরিবেশবান্ধব ও সুষম উন্নয়নের জন্য ময়মনসিংহবাসীকে এগিয়ে আসতে হবে।’

গণজমায়েতে এনসিপির বিশেষ অতিথি হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘চাঁদাবাজ ও সেলফিবাজদের দলে কোনো জায়গা নেই। এনসিপিকে চাঁদাবাজির আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। আগে নিজেদের ঘরে শুদ্ধি অভিযান চালাতে হবে।’

এসময় আরও বক্তব্য দেন—ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, নাহিদ সারোয়ার, আরিফুল ইসলাম আরিফ, শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান আসাদ, ডা. জাহিদুল ইসলাম, আশিকিন আলম রাজন, আবুল বাশার ও তানহা সামান্তা।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী জাবেদ রাসিন। মঞ্চে উপস্থিত ছিলেন পদযাত্রা বাস্তবায়ন কমিটির প্রধান ইকরাম এলাহী খান, যুগ্ম বাস্তবায়নকারী অ্যাডভোকেট এটিএম মাহবুবুল আলম, সদস্য আশিকুর রহমান ও তারিক হোসেন।

এর আগে পদযাত্রা শুরু হয় ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন শহীদ রিদোয়ান হাসান সাগর চত্বর থেকে। শহীদ পরিবারের সদস্য এবং আহত ‘জুলাই যোদ্ধারাও’ এতে অংশগ্রহণ করেন।

প্রতিনিধি/একেবি