images

সারাদেশ / শিক্ষা

মুখে কালো কাপড় বেঁধে ইবি শিক্ষার্থীদের মৌন অবস্থান কর্মসূচি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৮ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) বিকেল সোয়া ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে তারা এই কর্মসূচি করেন।

শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দ্রুত ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের দাবিতে এই কর্মসূচি করেছে শিক্ষার্থীরা।

thumbnail_1000117085

শিক্ষার্থীরা বলেন, সাজিদ আব্দুল্লাহর মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয়। তাকে হত্যা করা হয়েছে। সাজিদের লাশ দীর্ঘসময় ভেসে থাকলেও সেখানে প্রশাসনের কাউকে পাওয়া যায়নি। তার মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানানোর সময়ও প্রশাসন লিখিত দিতে চাননি। এই প্রহসন আমরা মেনে নিতে পারছি না। আমরা অতিদ্রুত সাজিদের মৃত্যুর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের দাবি জানাচ্ছি।

আরও পড়ুন

সাজিদের মৃত্যু রহস্য উন্মোচনে ইবিতে বিক্ষোভ

মৌন অবস্থান কর্মসূচিতে ফোকলোর স্টাডিজ বিভাগের জারিন তাসমিন পুষ্প, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের রেজাউল ইসলাম রাকিব, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সাজ্জাদ সাব্বির, লোকপ্রশাসন বিভাগের বজলুর রহমান ও দাওয়া'হ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আসাদুল্লাহসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

thumbnail_1000117086

উল্লেখ্য, গত ১৭ই জুলাই বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সাজিদ আব্দুল্লাহর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের পৃথক দুই তদন্ত কমিটি। ইতোমধ্যে সাজিদের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট অর্থাৎ ভিসেরা রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

প্রতিনিধি/এসএস