জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ০৪:২২ পিএম
বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল গাজীপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় এনসিপি।
সংবাদে সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক, অ্যাডভোকেট আলী নাসের।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী ও এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় সংগঠকেরা গাজীপুরের কালিয়াকৈর হয়ে মাওনা দিয়ে জয়দেবপুর রাজবাড়ি মাঠে মিলিত হবে। গাজীপুর জেলা ও মহানগর এনসিপির আয়োজনে বিকেল চারটায় সেখানে ভাষণ দেবেন তারা। লাখো লোকের সমাগম হবে প্রত্যাশা এনসিপির। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ্ আল মুহিম, মো. মহসিন উদ্দিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদসহ জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
প্রতিনিধি/এসএস