জেলা প্রতিনিধি
২৮ জুলাই ২০২৫, ০৮:১১ এএম
বরগুনার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের দুই নেতাসহ ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় যুবদল নেতা মো. আদিল সিকদারকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে বেতাগী থানায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. জাহিদ হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তিনি স্থানীয়ভাবে ড্রেজার ও ইট ব্যবসার সঙ্গে জড়িত এবং ‘সর্দার ব্রিকস’ ও ‘জাহিদ ট্রেডার্স’ নামের দুটি প্রতিষ্ঠানের মালিক।
মামলার এজাহারে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ (২৭), একই ইউনিয়নের যুবদলের সহ-সভাপতি মো. আদিল সিকদার (২৫) এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ড্রেজার ব্যবসার কাজে বাধা সৃষ্টি করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে হামলা, ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী জাহিদ হাসানের অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুলাই সন্ধ্যায় কাটাখালী এলাকায় বালু ফেলতে গেলে মোটরসাইকেল ও অটোযোগে একদল অস্ত্রধারী লোক এসে তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালিয়ে ব্যবসায়ী ও তার লোকজনের কাছ থেকে ৩৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর বাকী টাকা না দিলে বালুর কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।
এদিকে, ছাত্রদল সভাপতি হেলাল হোসেন দিনাচের বিরুদ্ধে আগেও বরিশালের বাকেরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চাঁদাবাজির একটি মামলা রয়েছে (সিআর মামলা নম্বর-৫১৯, তারিখ: ২-১১-২০২৪)। মামলাটি দায়ের করেন নিয়ামতি ইউনিয়নের মো. মাহিউদ্দীন হাওলাদার। অভিযোগে তিনি জানান, নিজের জমিতে দোকানঘর তুলতে বাধা দেওয়া হয় এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
অভিযোগ অস্বীকার করে ছাত্রদল সভাপতি হেলাল হোসেন দিনাচ বলেন, আমি রাজনীতি করি, তাই ঘটনাস্থলে সালিশ করতে গিয়েছিলাম। চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি