images

সারাদেশ

গুলিবিদ্ধ জুলাই যোদ্ধাকে চিকিৎসা সহায়তা দিল খাগড়াছড়ি প্রেসক্লাব

জেলা প্রতিনিধি

২৭ জুলাই ২০২৫, ০৩:৩০ পিএম

জুলাই অভ্যুত্থানে রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত খাগড়াছড়ির হামিদুল সরকারকে চিকিৎসার সহায়তা হিসেবে আর্থিক অনুদান দিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব।

রোববার (২৭ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হামিদুল সরকারের চিকিৎসার অর্থ অনুদান প্রদান করা হয়। তার পক্ষে অনুদান গ্রহণ করেন খাগড়াছড়ি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জাহিদ হাসান।

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৪ ইউপিডিএফ সদস্য নিহত

এসময় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, হামিদুল সরকার খাগড়াছড়ি জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি রাজধানীতে ভ্যান চালাতেন। গত বছরের ১৯ জুলাই ঢাকার বাড্ডা এলাকায় জুলাই আন্দোলনে তিনি তলপেটে গুলিবিদ্ধ হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিনিধি/এসএস