images

সারাদেশ

বিশ্বনাথে নিখোঁজ শিশুর লাশ মিলল নদীতে 

জেলা প্রতিনিধি

২৬ জুলাই ২০২৫, ১১:০৫ পিএম

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের এক দিন পর নদী থেকে আরিয়ান আহমদ (৬) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত আরিয়ান একই ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মির্জারগাঁও গ্রামের পূবের বালুর মাঠ থেকে নিখোঁজ হয় আরিয়ান।

সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পায়নি তারা। পরে শনিবার বিকেলে সুরমা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করছি যে সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে শিশুটি মারা গেছে।

প্রতিনিধি/ এমইউ