images

সারাদেশ

রামগড়ে আওয়ামী লীগ নেতা আটক

জেলা প্রতিনিধি

২৬ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড়ের সোনাইপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী শাহজাহান রিপনের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে নারী নির্যাতন, যৌতুক দাবি, ঘুষ গ্রহণ ও অন্যান্য একাধিক মামলা রয়েছে। দীর্ঘ দিন তিনি আত্মগোপনে থাকার পর আজ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, তিনি একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া একাধিক মামলা রয়েছে এবং আরও তিনটি মামলা চলমান রয়েছে।

প্রতিনিধি/ এমইউ