images

সারাদেশ

খাগড়াছড়িতে লাখো কণ্ঠে শপথ পাঠ, আলোচনা সভা 

জেলা প্রতিনিধি

২৬ জুলাই ২০২৫, ১০:১৮ পিএম

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে ভার্চুয়ালি লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।  

সভায় বক্তারা জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে লাখো কণ্ঠের শপথ বাক্যে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।  

এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, খাগড়াছড়ি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, জেলা ম্যাজিস্ট্রেট মারুফ হাসান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, (দক্ষিণাঞ্চল) এনসিপি সংগঠক ও জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমাসহ জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র ও নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/ এমইউ