জেলা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম
শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং ১৫০ গ্রাম গাঁজাসহ দু’জন, মোট তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(২৬ জুলাই) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে পৃথক অভিযানে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন - দক্ষিণ পলাশীকুড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে জহুর আলী (৩২), গোজাকুড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও মৃত তৈয়ব আলীর ছেলে আব্দুস সামাদ (৩৯)।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদলাকুড়া মোমেনা মার্কেট ও গোজাকুড়া এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় পৃথক এলাকা থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং ১৫০ গ্রাম গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে তাদেরকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ