images

সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর কমিটির কার্যক্রম স্থগিত

জেলা প্রতিনিধি

২৬ জুলাই ২০২৫, ০৮:৪০ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিতের একদিন পরেই এবার স্থগিত করা হয়েছে মহানগর কমিটির কার্যক্রম।

শনিবার (২৬ জুলাই) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার আহ্বায়ক কমিটির নির্ধারিত মেয়াদ অতিক্রান্ত হওয়ায় কমিটির সব ধরনের কার্যক্রম পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একই কারণে গত ২৪ জুলাই স্থগিত করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম।

আরও পড়ুন

গোপালগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় আইনশৃঙ্খলা বাহিনীর: লুৎফর রহমান

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠে। বিভিন্ন মহলের পাশাপাশি জেলা ও মহানগর কমিটি থেকে অনেকেই এসব অভিযোগ তুলে পদত্যাগও করেন। গত ১৮ মে সংবাদ সম্মেলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির শীর্ষ চার নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে ১৬ জন নেতা পদত্যাগ করেন। এছাড়া ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গড়ে ওঠা এই প্ল্যাটফর্ম থেকে সেই দিন আরও অর্ধশত কর্মী সরে আসার ঘোষণা দেন।

এর আগে, গত ১৫ মে দুর্নীতির অভিযোগ এনে জেলার আহ্বায়ক কমিটি থেকে আরেক সদস্য পদত্যাগ করেন। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখপাত্রের বিরুদ্ধে বালু মহালে চাঁদাবাজির চেষ্টার অভিযোগ ওঠে এবং চাঁদাবাজির ঘটনার ভিডিও এবং অডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পরে গত ৮ মার্চ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। যদিও পরবর্তীতে তাকে আবার সংগঠনে পুনর্বহাল করা হয়েছে।

প্রতিনিধি/এসএস