images

সারাদেশ

মাইলস্টোনে নিহতদের স্মরণে কক্সবাজার প্রেসক্লাবে দোয়া

জেলা প্রতিনিধি

২৬ জুলাই ২০২৫, ০৭:৪৬ পিএম

কক্সবাজার প্রেসক্লাবের উদ্যোগে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান।

thumbnail_1000190092

সভায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল খালেক নিজামী।

অনুষ্ঠানে বক্তব্য দেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রবীণ সাংবাদিক এসএম আমিনুল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাভিশন প্রতিনিধি মোরশেদুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক আবু সিদ্দিক ওসমানী।

আরও পড়ুন

মাইলস্টোন ট্র্যাজেডি: সাভারে লামিয়া আক্তার সোনিয়ার দাফন

এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক ইমাম খাইর, সাংবাদিক বেদারুল আলম, জিয়াউল করিম, সাঈদ জালাল, সাংবাদিক খোরশেদ হেলালী,  আজিজ রাশেল, দি ফিনানশিয়াল এক্সপ্রেস প্রতিনিধি তাহজীবুল আনাম, মহেশখালী প্রেসক্লাব সাধারণ সম্পাদক  জিকির উল্লাহ জিকু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক কালবেলা প্রতিনিধি এমআর মাহবুব।

গত সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ৩৩ জন নিহত ও আহত হয়েছেন অন্তত দুই শতাধিক।

প্রতিনিধি/এসএস