জেলা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম
নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক চালক নিহত হয়েছেন।
শনিবার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের মকিমপুর ঢালান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভ্যানচালকের নাম হাসান আলী (৫৫)। তিনি উপজেলার কাটাশকোল গ্রামের মৃত আবু বক্করের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঢাকা মেইলকে জানান, একটি ব্যাটারিচালিত অটোভ্যান বনপাড়ার দিকে যাচ্ছিল। অটোভ্যানটি যখন মকিমপুর ঢালান এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার সেটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার ও অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই ভ্যানচালক হাসান আলীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোভ্যানটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/একেবি